সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বীর মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুর ও লুটপাট

নাটোরে বীর মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুর ও লুটপাট


নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী বীর মুক্তিযোদ্ধার ছেলে ও নাতিকে মারধর, বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার তেলকুপি পাচানীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী বিকাশ পাহান একই এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা মৃত সুবাস পাহানের ছেলে ও পলাশ পাহান সম্পর্কে বীর মুক্তিযোদ্ধার নাতি। অন্যদিকে পলাশ একই এলাকার ভুপেন পাহানের ছেলে।

ভুক্তভোগী পলাশের মা অনি বালা পাহান ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে জাতপাত বিষয়কে কেন্দ্র করে ভুক্তভোগী বিকাশ পাহান ও পলাশ পাহানের সাথে একই এলাকার জালালের ছেলে জীবন ও তার বন্ধু সাহাদতের বাক বিতন্ডা হয়। ভুক্তভোগীরা দাবি করে জানান, এসময় হামলাকারীরা ভুক্তভোগীদের নিচু জাতের বলে গালি দেয় এবং তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে ভুক্তভোগীরা হুমকির প্রতিবাদ করলে জীবন, শাহাদত এবং সমর্থকরা ভুক্তভোগীদের উপর হামলা চালিয়ে আহত করে।

ভুক্তভোগীরা দাবি করে আরো জানান, হামলাকারীরা বিকালে পুনরায় বীর মুক্তিযোদ্ধা সুবাস পাহানের বাড়ীতে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় তারা ৩টি ঘরের টিনের বেড়া কুপিয়ে নষ্ট, টেলিভিশন ও অন্যান্য আসবাবপত্র ভাংচুর এবং নগদ ৮০ হাজার টাকা লুটপাট করে পালিয়ে যায়। এই ঘটনায় বিকাশ পাহান বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম দুখা জানান, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তুমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, মুক্তিযোদ্ধার বাড়ীতে এই ধরনের হামলা চালানো একদম উচিত হয়নি। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

অভিযুক্ত জীবন ও শাহদতের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

নাটোর সদর থানার উপ-পরিদর্শক মাহবুব হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই বিষয়ে ভুক্তভোগী বিকাশ পাহান বাদী হয়ে একটি অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …