নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরের আব্দুলপুর রেলওয়ে জংশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে ইমতিয়াজ হোসেন নামে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ৮ টার দিকে আব্দুলপুর রেলওয়ে জংশনে এই দূর্ঘটনা ঘটে। নিহত ইমতিয়াজ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকার অ্যাডভোকেট ইসাহাক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার সকাল পৌনে ৮ টার দিকে ঈশ্বরদী থেকে কমিউটার ট্রেন এসে আবদুলপুর জংশনে দাঁড়ায়। এসময় ইমতিয়াজ ট্রেন থেকে প্লাট ফর্মে নামে। পরে ট্রেনটি ছেড়ে দিলে দৌড়ে উঠতে গিয়ে পিছলে নিচে পড়ে যায়। এঘটনায় ইমতিয়াজ ঘটনাস্থলেই মারা যায়। ট্রেনে থাকা ইমতিয়াজের বাবা পরের স্টেশনে নেমে আব্দুলপুর স্টেশনে ফিরে আসেন। সেখানে ছেলের মরদেহ দেখে নির্বাক বাবা তার ছেলের মরদেহ নিয়ে বাড়িতে ফিরে যায়।
অ্যাডভোকেট ইসাহাক আলীর সহকর্মীরা জানান, সকালে ছেলেকে নিয়ে কমিউটার ট্রেনে চড়ে রাজশাহী যাচ্ছিলেন ইসাহাক আলী। ইমতিয়াজ রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী বলেও জানান তারা।
আরও দেখুন
বড়াইগ্রামে গণঅভ্যুত্থানে আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জুলাই- আগষ্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে তাদের …