নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলম, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নন্দীগ্রাম জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, রেজাউল করিম কামাল, মোরশেদুল বারী, আবুল কালাম আজাদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সহসভাপতি মহানন্দ রায়, ভারত চন্দ্র প্রাং ও সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার প্রমুখ। সেসময় উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলো।
এবার উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নের মোট ৪৬টি দুর্গাপূজা মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …