রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / রাণীনগরে মাদকদ্রব্যসহ দুইজন আটক

রাণীনগরে মাদকদ্রব্যসহ দুইজন আটক


নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে পৃথক অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারীকে আটক করেছে পুলি। এসময় আটককৃতদের নিকট থেকে ২০ লিটার চোলাই বাংলামদ ও ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এঘটনায় পৃথক মাদক মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর উপজেলার একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই জহুরুল ইসলাম বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সঞ্জয়পুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের বরকত আলীর ছেলে আজাহার আলী ওরফে আজার (৫৫) বাড়ী তল্লাশী করে ২০লিটার চোলাই বাংলা মদ উদ্ধারসহ তাকে আটক করা হয়। এছাড়া একই রাতে উপজেলার ঘোষগ্রাম এলাকা থেকে ৫০গ্রাম গাঁজাসহ আবু বক্কর সিদ্দিক (৫৬) কে আটক করা হয়। আটক সিদ্দিক ঘোষগ্রাম গ্রামের আমির মোল্লার ছেলে।

রাতেই তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …