নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে তিনটি কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

লালপুরে তিনটি কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুর উপজেলার ৬নং দুয়ারিয়া ইউনিয়নের তিনটি কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে ইউনিয়ন পরিষদের দূর্গাপুর সেন্টার হতে বাইপাস রেলওয়ে স্টেশন কুজিপুকুর হাট ত্রিমোহনী ১৩৩৫ মিঃ, সুন্দরবাড়িয়া চেয়ারম্যান পাড়া হইতে রবিউলের বাড়ি পর্যন্ত ৫০০ মিঃ ও সঞ্জু মোড় হইতে গণকবর পর্যন্ত ৩৫০ মিঃ রাস্তা উদ্বোধন করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনটি রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করেন নাটোর -১(লালপুর -বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম মাহমুদুল হক মুকুল, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম জয়, উপজেলা প্রকৌশলী মাহবুব উল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু প্রমুখ।

আরও দেখুন

নন্দীগ্রামে ঈদুল আযহা উপলক্ষ্যে হতদরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ করলেন ইউএনও 

নিজস্ব প্রতিবেদক: নন্দীগ্রাম (বগুড়া) বগুড়ার নন্দীগ্রামে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে হতদরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ …