সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়া প্রকল্প কর্মকর্তার কার্যালয়ে চলছে কর্মবিরতি

পুঠিয়া প্রকল্প কর্মকর্তার কার্যালয়ে চলছে কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়ায় ৫ম দফা দাবী নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে চলছে কর্মবিরতি। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সেবা গৃহিতারা প্রকল্প বাস্তবায়ন দপ্তরে এসে সেবা না পেয়ে ফিরে যেতে দেখা গিয়েছে। গত ১২ সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পুঠিয়া কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা কর্ম বিরতি কর্মসূচী শুরু করছে।

জানাগেছে, দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ কার্যকর হয়েছে প্রায় এক যুগ আগে। অথচ এর আওতায় কর্মরত জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) জনবল কাঠামো ও নিয়োগবিধি এখনও অনুমোদন হয়নি। পদ দুটি আপগ্রেডেশন প্রস্তাবও পড়ে আছে মন্ত্রণালয়ে।

ফলে ডিআরআরও- পিআইওরা কাঙ্খিত আর্থিক সুবিধা পাচ্ছেনা। তাই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কার্যক্রম সুষ্ঠভাবে টিকিয়ে রাখার স্বার্থে এ কর্মবিরতি কার্যক্রম পালন করা হচ্ছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …