শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৮৬ জন

লালপুরে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৮৬ জন

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুর উপজেলায় এস,এসসি ও সমমানের পরীক্ষার  ৪ হাজার ৫ জন  শিক্ষার্থী মধ্যে  প্রথম দিনে ৮৬ জন অনুপস্থিত ছিল। তবে কোন শিক্ষার্থী  বহিষ্কারের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। 

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৪ হাজার ৫ জন পরীক্ষার্থীর মধ্যে মোট অনুপস্থিত ছিল ৮৬ জন। এসএসসিতে চারটি কেন্দ্রে ৫২টি উচ্চ বিদ্যালয়ের ২ হাজার ৮০৩ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২৬ জন, এসএসসি ভোকেশনালে দুইটি কেন্দ্রে ২০টি প্রতিষ্ঠানে ৮৬৫ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৩৮ জন এবং দাখিল পরীক্ষায় একটি কেন্দ্রে ২১টি মাদ্রাসার ৩৮০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২২ জন বলে জানা গেছে। 

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হয়েছে। কোন শিক্ষার্থী বহিস্কারের ঘটনা ঘটেনি।

আরও দেখুন

নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …