নিজস্ব প্রতিবেদক:
নাটোরে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সারাদেশে একযোগে বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেলায় এবার ৪৬ টি কেন্দ্রে মোট ২৩১৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এরমধ্যে ২৬ টি কেন্দ্রে এসএসসি সাধারণ পরীক্ষার্থী ১৭৬৯৯, ভোকেশনাল ১৩ টি কেন্দ্রে ৩৪৮৮ এবং দাখিল পরীক্ষায় ৭ টি কেন্দ্রে ১৯৬৫ জন শিক্ষার্থী অংশ নেয়ার কথা রয়েছে।
জেলার ৭ টি উপজেলার ৪৬ টি কেন্দ্রে সর্বমোট ২৩১৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে এবারে। এবছরে করোনা এবং বন্যার কারণে দুই দফা তারিখ পরিবর্তন করে পরীক্ষা পিছিয়ে আজ থেকে অনুষ্ঠিত হচ্ছে।