নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বেসরকারি উদ্যোগে দরিদ্র রোগীদের চোখের ফ্রি চিকিৎসা

নাটোরে বেসরকারি উদ্যোগে দরিদ্র রোগীদের চোখের ফ্রি চিকিৎসা


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মানবিক সেবা ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থার উদ্যোগে ফ্রি চক্ষু সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল দশটা থেকে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মানবিক সেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার পক্ষ থেকে নাটোর জেলার ৩০ জন হতদরিদ্র ও দুস্থ মানুষদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়। 

মানবিক সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহাদাত উল্লাহ নূর সুমন ও ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেন, গত চার বছর থেকে তারা বিভিন্ন স্থানে এবং সময়ে এই চক্ষু সেবা দিয়ে আসছে। এছাড়াও তারা করোনাকালে এবং বন্যা দুর্গত এলাকাতেও তারা হতদরিদ্রদের মাঝে ত্রাণ সরবরাহ করে আসছে। এ সময় তিনি জানান, সমাজের বিত্তবানরা যদি এ সকল দরিদ্র মানুষের মাঝে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য।

এমন বিনা পয়সায় চিকিৎসা এবং অপারেশন করাতে পেরে রোগীরাও খুশি।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক:নাটোর সদর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারনাকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তারুল ইসলাম আলমের ২জন কর্মী-সমর্থকের …