বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / পনের বছর পর নাটোর দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

পনের বছর পর নাটোর দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:
পনের বছর পর নাটোর সাব রেজিস্টার অফিসের দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত শহরের কান্দিভিটা দলিল লেখক সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ করা হচ্ছে। ২৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটে সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক ৫ জন সহ ১১ টি পদে ৪৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মালেক শেখ।

আনন্দ-বুলবুল প্যানেল ছাড়াও স্বতন্ত্রভাবে সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …