নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়নের ভবানীপুর আটঘরিয়া গ্রামে বজ্রপাতে বেলাল মিয়াজি (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরেক কৃষক সেলিম হোসেন (২৮)। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কৃষক বেলাল মিয়াজি ওই এলাকার হাজী আবুল হোসেনের ছেলে ।
স্থানীয়রা জানান, সকালে হালকা বৃষ্টির মধ্যেই ধানের জমিতে কাজ করছিলো বেলাল মিয়াজি। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পাশের জমিতে কাজ করতে থাকা কৃষক সেলিম গুরুতর আহত হয়। তাকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জোয়াড়ি ইউপি চেয়ারম্যান চাঁন মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …