নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় খাদ্যে ভেজাল, মূল্য তালিকা না থাকা ও বাসি-পঁচা খাবার বিক্রি করার অপরাধে হোটেল মালিক ও মুদি দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলার বিলদহর বাজারে শাফি হোটেলকে ৫ হাজার টাকা ও মুদি দোকানদার শামসুল আলমকে ২ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার। এসময় সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আল ইমরান।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া থানার এএসআই সাদেকুল ইসলাম সাদেক, চামারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন, সিংড়া মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাহিদুল ইসলাম মানিক প্রমূখ।