শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে মুক্তিযোদ্ধারা পেলেন ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড

গুরুদাসপুরে মুক্তিযোদ্ধারা পেলেন ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর উপজেলাধীন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মিলনায়তনে ৮৪ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড প্রদান করা হয়। এছাড়া মৃত ৭১ জন মুক্তিযোদ্ধার পরিবারের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও তমাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সাত্তার ও আব্দুর রাজ্জাক।

ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড পেয়ে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

আরও দেখুন

পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …