সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

লালপুরে ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় কারো অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখতে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে পরিবহন কর্মকর্তা (পাকশি) আনোয়ার হোসেনকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে।

রবিবার বিকেলে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে ওই ঘটনা ঘটে। তদন্ত সাপেক্ষে কারো অবহেলা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহী মহাব্যবস্থাপক আসিম কুমার তালুকদার।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …