মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে সার্কাস দেখানোর নামে ৬বছরের শিশুকে ধর্ষন 

রাণীনগরে সার্কাস দেখানোর নামে ৬বছরের শিশুকে ধর্ষন 


নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে সার্কাস দেখানোর নামে ৬ বছর বয়সি এক শিশুকে ধর্ষনের অভিযোগে স্থানীয় লোকজন মোতালেব হোসেন মন্টু (৫৫)নামে একজনকে আকট করে পুলিশে দিয়েছে।

সোমবার সন্ধায় তাকে আটক করে পুলিশে দেয়া হয়। আটক মুন্টু চককুজাইল গ্রামের মৃত তমেজ উদ্দীনের ছেলে। এঘটনায় শিশুর মা বাদী হয়ে সোমবার রাতে রাণীনগর থানায় ধর্ষন মামলা দায়ের করেছেন। থানাপুলিশ ভিকটিম শিশুকে মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ দায়েরকৃত মামলার বরাদ দিয়ে বলেন,উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনৈক শিশু(৬) সোমবার বিকেলে খেলাধুলা করছিল। এসম মুন্টু শিশুকে সার্কাস দেখানোর নাম করে তার বাড়ীতে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। 

এসময় শিশু চিৎকার করতে থাকলে মুন্টু তাকে ছেরে দেয়। এর পর শিশু বাড়ীতে গিয়ে বিষয়টি জানালে মহুর্তের মধ্যে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরে। এর পর উত্তেজিত জনতা কুজাইল বাজারে গিয়ে চায়ের দোকান থেকে তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। এঘটনায় শিশুর মা বাদী হয়ে মুন্টুর নামে মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় মুন্টুকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করেছে। এছাড়া শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও দেখুন

সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …