মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন শহিদুল 

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন শহিদুল 


নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় হাসুয়ার কোপে আহত শহিদুল ইসলাম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (২১আগস্ট) সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শহিদুল ইসলাম উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের সরকুতিয়া ভাটোপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে। তাকে হত্যার অভিযোগে একই গ্রামের সাইদুর রহমানের ছেলে সোহেল রানা (৩৫) ও সোহেল রানার স্ত্রীকে আটক করেছে পুলিশ। গত বুধবার(১৭আগস্ট) ঢাকার কামরাঙ্গির চর এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগষ্ট শুক্রবার দুপুরে গাছের পাতা কাটাকে কেন্দ্র করে শহিদুল ইসলাম ও সোহেল দন্দ হয়। দন্দের জেরে ওই দিনই সন্ধ্যায় দিকে শহিদুল ইসলামকে সোহেল রানা ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত শহিদুল ইসলামকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শহিদুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬দিন চিকিৎসাধীন থেকে রোববার সন্ধ্যায় সেখানেই মারা যান। 

নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …