সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / দুপচাঁচিয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

দুপচাঁচিয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত। শুক্রবার ১৯শে আগষ্ট(২রা ভাদ্র বাং) মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম শুভ আর্বিভাব তিথি মহোৎসব উপলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি বাবু অসীম কুমার দাস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদিঘী-দুপচাঁচিয়া এলাকার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আ’লীগের সভাপতি মোঃ আমিনুর রহমান, সাধারন সম্পাদক এমদাদুল হক,যুগ্মসম্পাদক তৌহিদুল ইসলাম মহলদার, মহাশ্মশ্বান কালীবাড়ী কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডিজেন্দ্রনাথ বসাক মন্টু, বক্তব্যর শেষে দুপচাঁচিয়া মহাশ্মশ্বান কালীবাড়ী কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ হইতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর র‌্যালি বের হয়ে পৌর এলাকায় বিভিন্ন মন্দির প্রদক্ষিণ করে এবং দিনব্যাপী গীতাযজ্ঞ, প্রার্থনা ও সন্ধ্যায় শ্রীশ্রী কৃষ্ণ পূঁজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা উক্ত অনুষ্ঠানটি পালন করে।

পুরো অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দুপচাঁচিয়া উপজেলা শাখা।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …