নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্বাধীনতার ৫২ বছরে ২৮ বছর ক্ষমতায় ছিল দেশ বিরোধীরা। তারা কোন উন্নয়ন করতে পারেনি। বরং বিএনপি, জামায়াত, জাতীয় পাটি সাধারণ মানুষের সাথে মিথ্যা আশ্বাস ও ভাউতাবাজী করেছে। বাংলাদেশকে একটি মৃত্যুপুরীতে পরিণত করেছিল দেশ বিরোধীরা। এখন নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করেছে। এজন্য সকলকে সজাগ থাকার নির্দেশ দেন পলক।
মঙ্গলবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার শেরকোর সমজান আলী উচ্চ বিদ্যালয় মাঠে শেরকোল ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক এ কথা বলেন।
সভায় শেরকোল ইউনিয়ন আ’লীগের সভাপতি হযরত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, শেরকোল ইউনিয়ন আওয়মীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান প্রমূখ।
আরও দেখুন
পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …