নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে ছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকার আত্নহত্যা!

গুরুদাসপুরে ছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকার আত্নহত্যা!

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে কলেজ ছাত্র মামুনকে বিয়ে করা কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ আগস্ট) সকালে নাটোরের বলারিপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় কলেজ শিক্ষিকার স্বামী মামুনকে (২২) আটক করেছে পুলিশ। জানা যায়, ২০২১ সালের ২৪ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয়। এরপরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এর ৬ মাস পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন মামুন ও খাইরুন নাহার।

খাইরুন নাহার গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। তার প্রথমে বিয়ে হয়েছিল রাজশাহীর বাঘায়। সেখানে তার একটি সন্তানও রয়েছে। আর মামুন নাটোর এনএস সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

আরও দেখুন

বাগাতিপাড়ায় সেরা শিক্ষক-শিক্ষার্থী নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায়ে সেরা শিক্ষক-শিক্ষার্থী এবং প্রতিষ্ঠান নির্বাচিত …