সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে রেল লাইনের পাশ থেকে সদর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্যের মরদেহ উদ্ধার

নাটোরে রেল লাইনের পাশ থেকে সদর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্যের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য নুরসাদ প্রামানিক এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে সদর উপজেলার কালিকাপুর আমহাটি রেল লাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নুরসাদ ওই এলাকার রূপচাঁদ মিয়ার ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিম উদ্দিন জানান, শনিবার সকালে কালিকাপুর আমহাঁটি এলাকায় রেল লাইনের পাশে নুরসাদ প্রমানিকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। যেহেতু মরদেহ রেলের সীমানায় তাই জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ধারালো কোন কিছু দিয়ে কুপিয়ে হত্যার পর তার লাশ রেল লাইনের পাশে দুর্বৃত্তরা ফেলে রেখে যায় বলে ধারনা ওসির।

নিহত নুরসাদ নাটোর সদর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য ছিলেন বলে জানান জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক ফরহাদ হোসেন। তবে তার মৃত্যু রাজনৈতিক কারনে নয় বলেও দাবী করেন তিনি।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …