নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে ২ সার ডিলারের জরিমানা

নন্দীগ্রামে ২ সার ডিলারের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে যথাযথ নিয়মে সার বিক্রয় না করায় ও অতিরিক্ত মূল্যে সার বিক্রয় করার অপরাধে ২ সার ডিলারের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাতের ভ্রাম্যমাণ আদালত উপজেলার শিমলা বাজারের মেসার্স খালেক এন্টার প্রাইজের মালিককে সার ব্যবস্থাপনা আইনে ১০ হাজার টাকা জরিমানা করে। এরপর বেলঘড়িয়া বাজারের মেসার্স সততা ট্রেডার্সের মালিককে একই আইনে ২০ হাজার টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য।

আরও দেখুন

অবশেষে উচ্চ আদালতের আদেশে প্রতীক পেলেন ফরিদা!

নিজস্ব প্রতিবেদক:উচ্চ আদালতের আদেশে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন …