নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় আগামী ১০ আগস্ট বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের আগমন উপলক্ষে ও বিট পুলিশিং সমাবেশ সফল করার লক্ষে তালোড়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রাজুর সঙ্গে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মত বিনিময় করেছেন।
রোববার বিকালে তালোড়া রেলঘুমটি এলাকায় সাধারণ সম্পাদকের কার্যালয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও এসআই নিয়ামান নাসিরের পরিচালনায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন তালোড়া পৌর আ’লীগের সহ সভাপতি আব্দুল হাই খন্দকার, জাহাঙ্গীর আলম নজু, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রাজু, আ’লীগ নেতা আমিরুল ইসলাম চৌধুরী তাজু, রেজাউল করিম রেজা, শহিদুল ইসলাম, আব্দুস সালাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরী রনি, পৌর কৃষক লীগের সহ সভাপতি হেলালুজ্জামান হেলাল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শ্রমিক লীগ নেতা শ্যামল চন্দ্র মহন্ত প্রমুখ। সভায় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …