নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে আদিবাসিদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভুমি কমিশন গঠন করার দাবী নিয়ে শহরের জেলা পরিষদ অনিমা চৌধুরী অডিটোরিয়াম চত্বর থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখা আয়োজিত শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে যায়। পরে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি প্রদীপ লাকড়ার সভাপতিত্বে “ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদীবাসী নারীদের ভুমিকা” শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্র নাথ সরেন, কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নরেন্দ্র চন্দ্র পাহান, সংগঠনের জেলা শাখার উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপদেষ্টা অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মুন্ডা কালিদাস রায়সহ আদিবাসী নেতৃবৃন্দ।

আরও দেখুন

অবশেষে উচ্চ আদালতের আদেশে প্রতীক পেলেন ফরিদা!

নিজস্ব প্রতিবেদক:উচ্চ আদালতের আদেশে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন …