সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে ধর্ষণের অভিযোগে নৈশপ্রহরী আটক

লালপুরে ধর্ষণের অভিযোগে নৈশপ্রহরী আটক


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে মাজদার রহমান (৬৫) নামের এক ডাকঘরের নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে তাকে নাটোর আদালতে পাঠানো হয়েছে। সে উপজেলার গোপালপুর ডাকঘর এর নৈশপ্রহরী। রবিবার বিকেলে লালপুর থানা পুলিশ গোপালপুর বাজার থেকে তাকে আটক করেন। রবিবার ওই প্রতিবন্ধীর মা বাদি হয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে।

এ বিষয়ে ওই নৈশপ্রহরী ছেলে সাইফুল ইসলাম বলেন, আমার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলা দেওয়া হয়েছে।

এ বিষয়ে গোপালপুর ডাকঘর এর মাষ্টার মুশরেফা খাতুন বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনাণুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …