সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এঁর ৯২তম জন্মদিন পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এঁর ৯২তম জন্মদিন পালিত


নিজস্ব প্রতিবেদক:
নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এঁর ৯২তম শুভ জন্মদিন পালিত হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এঁর ৯২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ নাটোর জেলার আয়োজনে আজ ৮ আগস্ট সোমবার সকাল নয়টার দিকে শহরের কান্দভিটায় অবস্থিত জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় দলীয় ও কালো পতাকা উত্তোলন বঙ্গবন্ধুও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে পৃষ্পমাল্য অর্পন এক মিনিট নিরবতা পালন দোয়া ও মোনাজাত করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, পৌর মেয়র উমা চৌধুরি জলি, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা বিউটি আহম্মেদ, যুব মহিলা লীগের সভাপতি সাহানা আফরোজ শিল্পী, সাধারন সম্পাদক মেরিনা জামান মীম, পৌর আওয়ামী লীগের সভাপতি ফরিদা পারভিন প্রমুখ।

পরে আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম ফজিলাতুন্নেসা মুজিব একাধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, মহিয়সী নারী, জাতির পিতার সকল লড়াই- সংগ্রাম- আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী। স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে তার অবদান অনস্বীকার্য। পরে ৮ জন দোস্ত মহিলার মাঝে আটটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

অপরদিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের কর্মময় জীবনের উপরে আলোকপাত করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …