সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি বলেছেন, ইতোমধ্যে প্রকল্পের ৩৮ দশমিক ৭২ শতাংশ আর্থিক অগ্রগতি এবং ৪৮ শতাংশ বাস্তব ভৌত অগ্রগতি অর্জিত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০২২ সালের মধ্যে কাজ শেষ হবে।
শনিবার (১২ অক্টোবর) কর্ণফুলী নদীতে বাস্তবায়নাধীন সরকারের মেগা প্রকল্প বঙ্গবন্ধু টানেল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
ওয়ান সিটি এন্ড টু টাউন মডেলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এশিয়ান হাইওয়ে সেটওয়ার্কে সংযুক্তিসহ ৭টি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ চার লেন বিশিষ্ট সড়ক বঙ্গবন্ধু টানেল প্রকল্প বাস্তবায়ন করছে।
এসময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এডভোকেট মো.আবু জাহির এমপি, মো. ছলিম উদ্দিন তরফদার, চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহম্মেদ, বঙ্গবন্ধু টানেলের প্রকল্প পরিচালক মো.হারুন অর রশিদ, উপ-প্রকল্প পরিচালক ড.অনুপম সাহা, উপ-পরিচালক মো. লুতফর রহমান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোসা.সুরাইয়া আক্তার সুইটি, সহকারী পরিচালক মোসা. সালমা ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।