সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে বন্ধ হওয়া সকল ট্রেন অবিলম্বে চালুর দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে বন্ধ হওয়া সকল ট্রেন অবিলম্বে চালুর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচলকারী আন্তঃনগর, লোকাল ও কমিউটার ট্রেনগুলো করোনাকালীন সময়ে বন্ধ হওয়া সকল ট্রেন অবিলম্বে চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জাসদ ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় চাঁপাইনবাবগঞ্জ পৌর ও সদর উপজেলা জাসদ ছাত্রলীগের ব্যানারে প্রশাসকের কার্যলয়ের সমানে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, সদর উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম জাসদ জেলা ছাত্রলীগের সভাপতি শামিম হোসেনসহ অন্যরা। মাববন্ধনে একাত্ততা ঘোষণা করে জেলা যুব জোট, জেলা শ্রমিক জোট, সামাজিক রাজনৈতিক অংগ সংগঠনের নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, অতিদ্রুত সময়ের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সকল বন্ধ ট্রেনগুলো চালু করতে হবে এবং টিকিট কালোবাজারি বন্ধে জড়ালো ভূমিকা রাখবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাহলে আগামীতে কঠোর কর্মসূচীর ঘোষনা দেওয়া হয় মাববন্ধনের।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …