নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / দুপচাঁচিয়ায় ৩১৪টি ৪ প্রজাতির বন্যপাখি সংরক্ষনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১জনকে ৬ মাসের জেল

দুপচাঁচিয়ায় ৩১৪টি ৪ প্রজাতির বন্যপাখি সংরক্ষনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১জনকে ৬ মাসের জেল

নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়ায় অবৈধভাবে ৩১৪টি ৪ প্রজাতির বন্যপাখি সংরক্ষনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ জনকে ৬ মাসের বিনাশ্রম জেল প্রদান। গত ১লা জুলাই রবিবার রাত ৮.৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম(সেবা) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার(আদমদিঘী সার্কেল) নাজরান রউফ এর তত্বাবধানে ডিবি, বগুড়ার ইনচার্জ মোঃ সাইহান উলিউল্লাহ এর নের্তৃত্বে ডিবির একটি চৌকশ টিম দুপচাঁচিয়া থানাধীন গুনাহার ইউনিয়নে ডাঙ্গাপাড়া গ্রামে মৃত-ওছিম উদ্দিন সাকিদার এর ছেলে আতোয়ার আলী সাকিদার(৫২) তার বাড়ীতে অবৈধভাবে ৩১৪টি ৪ প্রজাতি বন্যপাখি উদ্ধার করে।

উদ্ধারকৃত বন্য পাখির মধ্যে ফুল মাথা টিয়া ১৪০টি, লাল মাথা টিয়া ৪০টি, তিলা মুনিয়া পাখি ৫০টি এবং দেশী চাঁদী ঠোঁট মুনিয়া ৮৪টি সহ সর্বমোট ৩১৪টি পাখি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন ধনপুকুর সীমান্তবর্তী এলাকা হতে সে নিজে সংগ্রহ করিয়া দীর্ঘ ৯/১০ বছর যাবৎ নিজ বাড়ীতে বিক্রয়ের জন্য বিভিন্ন সময় সংরক্ষন করে রেখেছিল। দুপচাঁচিয়া থানায় বিভিন্ন সময় এই প্রজাতির পাখি বিক্রয়ের তথ্য জানা পর দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট জনাব সুমন জিহাদী এবং রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা আহম্মেদ নিয়ামুর রহমান এবং পরিদর্শক জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

উল্লেখ্য যে, আবুল কালাম আজাদ(অফিসার ইনচার্জ,) দুপচাঁচিয়া থানা, বগুড়া মহোদয়ের আয়োজনে উদ্ধারকৃত ৩১৪টি বিভিন্ন প্রজাতির বন্যপাখি ইং ০২/০৮/২০২২ তারিখে বেলা ১২ টায় বগুড়া জেলা পুলিশ সুপার মহোদয় এক প্রেসি ব্রিফিং এর মাধ্যমে দুপচাঁচিয়া থানা সংলগ্ন উপজেলা ডাক বাংলো চত্ত¡রে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেন।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক:নাটোর সদর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারনাকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তারুল ইসলাম আলমের ২জন কর্মী-সমর্থকের …