শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিংড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় বজ্রপাতে মিলন আলী(৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আজিজ আলীর ছেলে।

কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুন্নু জানান, দুপুরে কৃষি জমিতে কাজ করছিলেন মিলন আলী ও তাঁর ভাই। এসময় ঐ এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির এক পর্যায়ে মাঠেই তার ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাঁর ভাই ও স্থানীয়রা ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

আরও দেখুন

আধুনিকতার ছোঁয়ায় গরু দিয়ে

হালচাষ এখন বিলুপ্তির পথে নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,উত্তর বঙ্গের বৃহত্তম চলনবিল শষ্য ভান্ডার খ্যাত নাটোরের সিংড়ায় …