সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবুল হোসেনের ইন্তেকাল \ রাষ্ট্রীয মর্যাদায় দাফন সম্পন্ন

নাটোরে বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবুল হোসেনের ইন্তেকাল \ রাষ্ট্রীয মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল¬াহি ওয়া ইন্না লিলাহি রাজিউন)। গতকাল বিকালে নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য সজন রেখে যান।

আজ মঙ্গলবার নাটোর সদর উপজেলার হেলিপ্যাড মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলামের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরোজা খাতুনসহ জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা । পরে হেলিপ্যাড মাঠে জানাজা নামাজ শেষে গাড়িখানা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …