নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৫ম ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। আর ভোটের সব ধরণের প্রস্তুতি সম্পূন্ন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। এ উপলক্ষে আজ দুপুরে উপজেলা পরিষদের হলরুমে থেকে ভোট গ্রহনের জন্য ব্যালটবাক্স, ব্যালট পেপার, সীলসহ নানা উপকরণ বুঝিয়ে দেন প্রি-সাইজ অফিসাদের হাতে। ভোটের সরঞ্জাম বিতরনের সময় উপস্থিত ছিলেন, রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়সার মাহমুদসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৮১ হাজার ৯১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯০ হাজার ৬৯৩ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৯১ হাজার ২২১ জন। ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে গঠিত সদর উপজেলা নির্বাচনে ১৫৭টি ভোটকেন্দ্রের ৯৯৫টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। প্রতিটি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন প্রিজাইডিং অফিসারের অধিনে পুলিশ ও আনসার সদস্যরা। এমনকি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও। এদিকে ভোটাদের সুষ্ঠুভাবে ভোট প্রদানের লক্ষ্যে ৬ প্লাটন বিজিবি, ৪৭১ জন পুলিশ, প্রায় ২ হাজার আনসার-গ্রাম এবং র্যাবের ৬টি দল মোতায়ন করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক তার সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীদের সাথে মতবিময় করেন। তিনি বলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পাশাপাশি জেলার গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।