সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে বিষধর সাপের কামড়ে এক শিশুর মৃত্যু

নন্দীগ্রামে বিষধর সাপের কামড়ে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে বিষধর সাপের কামড়ে সোহামণি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সোহামণি উপজেলার ভাটরা ইউনিয়নের দোপুকুরিয়া গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী সোহামণির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার (১৮ জুলাই) সকালে শিশুটি বাড়ির পিছনে খেলা করছিলো। সেসময় একটি বিষধর সাপ গর্ত থেকে বের হয়ে তার পায়ে কামড় দেয়। পরে শিশুটির চিৎকার শুনে তার বাবা-মা এসে পায়ে সাপের কামড়ের চিহ্ন দেখতে পায়।

এরপর সোহামণিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …