শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় ঐতিহ্যবাহী গ্রামীণ মাদারের গানের আসর

সিংড়ায় ঐতিহ্যবাহী গ্রামীণ মাদারের গানের আসর

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া পৌরসভার চকসিংড়া মহল্লার মোছাঃ মিনা বেগমের আয়োজনে শনিবার (১৬ জুলাই) ঐতিহ্যবাহী মাদারের গানের আসর জমে। আর এই ঐতিহ্যবাহী গান শোনার জন্য ছোট, বড় সব বয়সী শত শত উৎসুক জনতা ভিড় জমায়। বিভিন্ন অঞ্চল থেকে শিল্পীরা এই আসরে গান পরিবেশন করতে আসে।

এ ব্যাপারে মাদারের গান শুনতে আসা আশরাফুল ইসলাম নাইচ, মো. পলাশ, আবু তালহা মাহি ও শরিফুল ইসলাম বলেন, অনেকদিন পরে গ্রাম বাংলার এই আসরে উপস্থিত হতে পেরে ভীষন ভালো লাগছে। এই ধরনের উৎসব গ্রামে হলে গ্রাম বাংলার সংস্কৃতি সম্পর্কে আগামী প্রজন্মের ধারনা সুন্দর-সঠিক ভাবে লালন করে তরুণ প্রজন্ম মাদক ও জুয়া থেকে বিরত থাকবে।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …