শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ৪ দফা দাবীতে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্যপরিষদের মানববন্ধন ও সমাবেশ 

নাটোরে ৪ দফা দাবীতে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্যপরিষদের মানববন্ধন ও সমাবেশ 


নিজস্ব প্রতিবেদক:
“ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই শ্লোগান নিয়ে সরকারী দলের বিগত নির্বাচনী  প্রতিশ্রুতি সংখ্যালঘু সুরক্ষা আইন ও বৈষম্য বিলোপ আইন প্রনয়ণ সহ ৪ দফা দাবীতে নাটোরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্যপরিষদের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় সারা দেশের ন্যায় নাটোর প্রেসক্লাব চত্বরে এই কর্মসুচি পালন করা হয়। সংগঠনের জেলা কমিটির সহ-সভাপতি নগেন্দ্র চন্দ্র রায়ের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন ও  সমবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সুব্রত সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ্অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, সদর উপজেলা সভাপতি কৃষ্ণপদ কর্মকারসহ সকল উপজেলা সভাপতিবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারী দলের বিগত নির্বাচনী  প্রতিশ্রুতি ছিল সংখ্যালঘু সুরক্ষা আইন ও বৈষম্য বিলোপ আইন প্রনয়ণ, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভুমি কমিশন আইনের দ্রুত বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা। অথচ আজ পর্যন্ত সে সব দাবী বাস্তবায়ন করা হয়নি। তারা সরকারী দলের প্রতিশ্রুতি ওই ৪ দফা দ্রুত বাস্তবায়ন করার দাবী জানান।

সমাবেশ শেষে ঢাকা শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিতব্য কর্মসুচিতে যোগদানের জন্য সবাইকে আহবান জানানো হয়। 

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …