রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জনদুর্ভোগ / নাটোরে বৃষ্টিপাত না থাকায় ও প্রখর রৌদ্রে নাজেহাল জনজীবন

নাটোরে বৃষ্টিপাত না থাকায় ও প্রখর রৌদ্রে নাজেহাল জনজীবন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বৃষ্টিপাত না থাকায় ও প্রখর রৌদ্রে অতিরিক্ত তাপমাত্রায় মানুষ নাজেহাল। সকালের দিকে তাপমাত্রা একটু কম থাকলেও বেলা বাড়ার সাথে প্রখর রোদ ও তাপমাত্রার কারণে রাস্তায় মানুষ বের হতে পারছে না। এ্যাপে প্রদর্শিত তাপমাত্রা অনুযায়ী আজকের তাপমাত্রা ৩৫ ডিগ্রী দেখা গেছে। প্রখর তাপে কৃষক মাঠে কাজ করতে পারছে না। রাস্তায় বের হওয়া মানুষগুলো বলছেন যে এখন বর্ষাকাল। কিন্তু বেশ কিছুদিন থেকে একেবারেই বৃষ্টি নেই।

এছাড়া সারাদিন প্রখর রোদে এতটাই গরম যে তারা কোন কাজ করতে পারছেন না। দুপুর না হতেই শহরের রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে।

জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, বেশ কিছুদিন বৃষ্টিপাত না থাকায় তাপমাত্র বেড়ে গেছে। অতিরিক্ত তাপমাত্রার কারনে সকল শ্রেণী পেশার মানুষই গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে। কৃষক মাঠে কাজ করতে পারছেন না। অন্যান্য পেশার মানুষও অত্যন্ত গরমের কারণে রাস্তায় বের হতে পারছেন না।


আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …