নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্টে মানিক হোসেন (২১) নামে এক ডেকোরেটর শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার দেউলা গ্রামে এঘটনা ঘটে। নিহত মানিক উপজেলার রাতোয়াল গ্রামের আনিছুর রহমান ভোলার ছেলে।উপজেলার আকনা স্ট্যান্ডে আকাশ-সাগর ডেকোরেটর মালিক শ্যামল চন্দ্র বলেন,দেউলা মুন্দিরে হরিবাশর অনুষ্ঠানের জন্য ডেকোরেটরের কাজ চলছিল। ওই অনুষ্ঠানে ডেকোরেটর শ্রমিক হিসেবে কাজ করছিলেন মানিক হোসেন।
মঙ্গলবার রাত অনুমান সাড়ে ১০টা নাগাদ বিদ্যুতের লাইন নির্মানের কাজ করার সময় অসাবধানতা বসত: বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়। এসময় স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নেয়ার সময় পথি মধ্যে মারা যায়। রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …