নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরের নাজিরপুর বাজারের গোরস্থান মোড়ে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৫টি দোকান। মঙ্গলবার দুপুর ১টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বিসমিল্লাহ্ হোটেল, সেভেন ব্রাদার্স, নাঈম ষ্টোর, নবীন পার্স ও সাইদুল গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেভেন ব্রাদার্সের মালিক মজিবুর রহমান জানান, দোকানের সামনে ভ্যান থেকে পেট্রোল নামানোর সময় একটি সিএনজি ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যান উল্টে গিয়ে ব্যাটারিতে শর্ট সার্কিট হয়ে পেট্রোলে আগুন ধরে। মুহুর্তের মধ্যে সেই আগুনে দোকানসহ চারিদিকে ছড়িয়ে পড়ে।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছাঁয়। প্রায় দেড় ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতি নিরুপণ তদন্তের পরে জানা যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন, ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। আবেদনের প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সরকারি সহযোগিতা প্রদানের কথা জানান তিনি।
আরও দেখুন
হিলিতে সবজিসহ আলু পেঁয়াজ ও আদার দাম কমেছে
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের সবজির দাম। কেজিপ্রতি প্রকারভেদে ২০ থেকে ৫০ টাকা …