নিজস্ব প্রতিবেদক:
নাটোরে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক রতন (২২) চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত রতন শহরের মল্লিকহাটি এলাকার তৌকি আহমেদ এর ছেলে। এলাকায় সে ক্যাডার রতন নামে পরিচিত। সে গতকাল ৫ জুলাই মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে সদর উপজেলার দিঘাপতিয়া বাজার হতে তার বন্ধু দীঘাপতিয়া এলাকার আইয়ুবের ছেলে রাসেলকে (২২) সাথে নিয়ে মোটরসাইকেলে করে শহরে যাওয়ার কথা বলে বের হয়।
পথে দিঘাপতিয়া কাইশা বাড়ি ব্রিজ নামক স্থানে অজ্ঞাত নামা গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে আহত হয়। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস উদ্ধারপূর্বক দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাত নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রতন মৃত্যুবরণ করেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …