সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর জেলা আইনজীবী সহকারি সমিতির ৫ম বারের মত সাধারণ সম্পাদক হলেন ফরিদ

নাটোর জেলা আইনজীবী সহকারি সমিতির ৫ম বারের মত সাধারণ সম্পাদক হলেন ফরিদ

নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা আইনজীবী সহকারি সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে টানা ৫ম বারের মত সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব ফরিদ উদ্দিন প্রাং। তিনি সিংড়া পৌর শহরের চকসিংড়া মহল্লার মৃত আলিমুদ্দিন প্রাং এর পুত্র।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর সোয়া ১২টা থেকে সোয়া ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার নাটোর বারের সভাপতি আলহাজ্ব এড. রুহুল আমিন তালুকদার টগর ফলাফল ঘোষণা করেন। জেলা আইনজীবী সহকারি সমিতির ২০২২-২৪ সেশনে ১৪৮ ভোট পেয়ে টানা ৫ম বারের মত নির্বাচিত হয়েছেন ফরিদ উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫৪ ভোট। এছাড়াও সমিতির সভাপতি পদে টানা ৫ম বারের মত নির্বাচিত হয়েছেন বাবর আলী শাহ্ বাবু।

উল্লেখ্য, ফরিদ উদ্দিন বাংলাদেশ আইনজীবী সহকারি সমিতি কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে ২০১৫ সাল থেকে দায়িত্ব পালন করছেন।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …