নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাসকে সম্মাননা দিয়েছে দাশুড়িয়া বারোয়ারি দেবক্রিয়া মন্দির কমিটি।
বুধবার রাতে এমপি’র বাসভবনে এক মতবিনিময় শেষে এই সম্মাননা তুলে দেওয়া হয়। মতবিনিময়ে প্রাচীন এই মন্দিরটির বিভিন্ন দিক তুলে ধরে সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাসকে মন্দির পরিদর্শনের আমন্ত্রণ জানান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট গোপাল অধিকারী। ধর্ম যার যার, উৎসব সবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নীতিতে বিশ্বাসী। ঈশ্বরদী র সকল সনাতনধর্মাবলম্বীরা যেন উৎসবমুখর পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে সেদিকে তাঁর লক্ষ্য রয়েছে উল্লেখ করে সম্মাননা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
এসময় কমিটির প্রধান উপদেষ্টা আশুতোষ পাল, সহ-সভাপতি পলান কর্মকার, সাধারণ সম্পাদক মাধব কুন্ডু, কোষাধ্যক্ষ প্রবীর সরকার মদন, বিষ্ণু পাল, সাংগঠনিক সম্পাদক তুফান দাস, সহ সাংগঠনিক সম্পাদক সৈকত সাহা, বিপুল অধিকারী সৌরভ অধিকারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আরও দেখুন
পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …