রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে জুয়েল হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও দুইজনকে খালাস দিয়েছে আদালত

নাটোরে জুয়েল হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও দুইজনকে খালাস দিয়েছে আদালত



নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে ভুটভুটি চালক জুয়েল হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও দুইজনকে খালাস দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই রায় প্রদান করেন। 

মামলা সুত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ জুন দুপুরে ভুটভুটি চালক জুয়েলকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য বাড়ী থেকে মোটর সাইকেলে তুলে নিয়ে যায় তার বন্ধু মাসুদ রানা। পরে রাত ১০ টার দিকে জুয়েল ফিরে না এলে পরিবারের লোকজন মাসুদ ও জুয়েলকে খোঁজ করেন। এরপর রাতে মাসুদের ভাই জুয়েলের বাড়ীতে গিয়ে সংবাদ দেয় লালপুরের মঞ্জিলপুকুর কলেজের পাশে সড়কে ডাকাতের হামলায় জুয়েল মারা গেছে। খবর পেয়ে জুয়েলের বাবা সহ আরো কয়েকজন ঘটনাস্থলে গিয়ে মঞ্জিলপুকুর কলেজের পাশে ফাঁকা জমিতে জুয়েলের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ ঘটনায় নিহত জুয়েলের বাবা জহুরুল ইসলাম বাদী হয়ে রয়েজ মুন্সির ছেলে মাসুদ রানা ও তার দুই সহোদর আয়নাল ও মুকুলকে অভিযুক্ত করে ঘটনার পরদিন লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। দীর্ঘ ৬ বছর মামলার স্বাক্ষ্যগ্রহণ শেষে মামলার অভিযুক্ত মাসুদ রানাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডে দন্ডিত করেন।

এ সময় অপর দুই অভিযুক্ত আয়নাল ও মুকুলের বিরুদ্ধে কোন স্বাক্ষ্য প্রমান না পাওয়ায় তাদের খালাস প্রদান করা হয়। মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত জুয়েলের পরিবার।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …