সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে মোটরসাইকেল থেকে পড়ে গরু ব্যবসায়ী নিহত

নন্দীগ্রামে মোটরসাইকেল থেকে পড়ে গরু ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আব্দুল লতিফ (৫০) নামে এক গরু ব্যবসায়ীর নিহত হয়েছে। বুধবার (২৯ জুন) বেলা ১১ টারদিকে ঘটনাটি ঘটে উপজেলার কাথম-কালীগঞ্জ সড়কের ভাগবজর এলাকায়। নিহত আব্দুল লতিফ উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের ইউসুফপুর গ্রামের মৃত সামেদ আলীর ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার আগে নিহত লতিফ এবং আহত শামীম দু’জনে তাদের গরু ভটভটিতে পাঠিয়ে মোটরসাইকেলযোগে পেছন পেছন নওগাঁ জেলার রাণীনগরে হাটে যাচ্ছিলো। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছার পর গরুর রশির সাথে তাদের মোটরসাইকেল বেঁধে যায়। এতে তারা দু’জনেই চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আব্দুল লতিফের মৃত্যু ঘটে। নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল এ তথ্য নিশ্চিত করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …