নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে পদ্মা নদীর নৌকা ঘাট নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন ব্যক্তি আহত হয়েছে। আজ রবিবার দুপুরে লালপুর সদর কলোনীতে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমিরুল ইসলাম আমবুর সমর্থকদের পাল্টাপাল্টি সংঘর্ষে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
আহতরা হলো, সেন্টু(৩৭), আমিরুল ইসলাম ওরফে আমবু(৩৫), শামীম(৩৮), বিল্পব(৩৫ বকুল(৪০), খাইরুল(৪৫), রিফাত(১৭), ঝন্টু(৩৩) এরা আহত হয়।
স্থানীয়রা এদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বকুল ও আমিরুলের অবস্থা আংশকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া অন্যরা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধী রয়েছে বলে জানা গেছে।
লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ জনকে আটক করা হয়েছে।বর্তমান এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …