নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে দুই ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার পৌরসদরের নারায়নপুর নিজ বাড়িতে ওই সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন তিন ভাই ইসমাইল মৃধা, করিম মৃধা ও সালাম মৃধা।
লিখিত বক্তব্যে তারা বলেন, প্রতিবেশী শাহনাজ গত বুধবার আমাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে “বিধবাকে প্রাণনাশের হুমকি” এই শিরোনামে বিভিন্ন অনলাইন ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। গ্রামবাসীর মাধ্যমে আমাদের সংবাদটি নজরে আসে। ওই সংবাদে প্রাণনাশের হুমকি ও জমি দখলের যে বিষয়টি লেখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমরা কোনো হুমকি বা জায়গা করে ভোগ দখল করতে চায়নি। এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
এসময় তারা আরো বলেন, গত দশ বছর আগে শাহানাজের স্বামী মৃত মহাসিনের কাছে প্রায় ১৩ শতক জমি বিক্রি করেন ইসমাইল, করিম ও সালাম। এরপরে ক্রয়কৃত জমির চেয়েও অতিরিক্ত জায়গা দখল করে বাড়ি নির্মাণ করেন শাহনাজরা। সেই নির্মাণ কাজে বাধা দেওয়া থেকেই শত্রুতার শুরু হয়। পরে শালিশি বৈঠকে মাতব্বরদের অনুরোধে দখলকৃত জায়গাও বিক্রি করে দেন শাহানাজের কাছে।
এবিষয়ে শাহনাজ বলেন, প্রাণনাশের হুমকি ও ক্রয়কৃত জায়গা দখলের চেষ্টা করে করিমরা। তাই আমি সাংবাদিকদের জানিয়েছি।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …