নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম :
নাটোরের বড়াইগ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য দিনব্যাপী সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফর রহমান, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ডলি রাণী, ইউপি চেয়ারম্যান মোস্তফা শামসুজ্জোহা, আব্দুল আলিম ও মমিন আলী বক্তব্য রাখেন।
কর্মশালায় উপজেলার দুটি পৌরসভাসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন, অন্যান্য ধর্মগুরু, ব্যবসায়ী প্রতিনিধি এবং সংবাদ কর্মীরা অংশ নেন।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …