নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় বজ্রপাতে শাজাহান নামের এক কৃষক নিহত হয়েছে। আজ ২১ জুন মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার ১ নং ব্রহ্মপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাজাহান (৪৮) একই এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানান, আজ ২১ জুন মঙ্গলবার দুপুরে জমিতে কাজ করার সময় প্রচন্ড বেগে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে বাড়িতে ফিরে আসছিলেন শাজাহান। পথে দুপুর সোয়া দুইটার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আশরাফুজ্জামান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …