শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন সেনাপ্রধান

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন সেনাপ্রধান

নিউজ ডেস্ক:
সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের নির্ঝর এলাকায় সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ এর উদ্বোধন করেন। একটি বকুল গাছের চারা রোপণের মাধ্যমে ঢাকা সেনানিবাসসহ দেশের সব সেনানিবাস, ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন প্রকল্পে ভিডিও টেলি কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সেনাসদর ও সেনাবাহিনীর ঢাকা অঞ্চলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারাসহ সব পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। একইসঙ্গে সব সেনা অঞ্চলের এরিয়া কমান্ডাররা নিজ নিজ জনবলসহ উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ সূচনা নিশ্চিত করেন। এ বছর বৃক্ষরোপণ কর্মসূচির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ।’

এই বৃক্ষরোপণ কর্মসূচি ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। এ বছর সেনাবাহিনীর পক্ষ থেকে আড়াই লাখ গাছের চারা রোপণ করা হবে। আইএসপিআর।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …