নিউজ ডেস্ক:
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় ২৯ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। গতকাল দুপুরে উখিয়া থানা পুলিশ এটি দাখিল করে।
উল্লেখ্য, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) কার্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন।