রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে জাতীয় “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন 

নাটোরে জাতীয় “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন 


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে চার দিন ব্যাপী জাতীয়“এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে যমুনা টিভির সিনিয়র করেসপনডেন্ট নাজমুল হাসানের ছেলে নক্ষত্রসহ শিশুদের ভিটামিন খাওয়ানোর মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। চলবে ১৯ জুন পর্যন্ত। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ রোজি আরা খাতুন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ রায়, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমানসহ চিকিৎসকবৃন্দ।

সিভিল সার্জন কার্যালয় সুত্র মতে এবার জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৬৪৭২ জন শিশুকে ১ লাখ ইউনিটের একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল ও ১ থেকে ৫ বছর বয়সী ২ লাখ ২৬ হাজার ৪৪২ জন শিশুকে একটি করে ২ লাখ ইউনিটের উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে বলে এ সময় জানানো হয়। এজন্য জেলায় ১৩৮৮টি কেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার কল্যান বিভাগের মাঠ কর্মী ও স্বেচ্ছাসেবক সহ ২ হাজার ৯৮১ জন কর্মী ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবে।

আরও দেখুন

সিংড়ায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,নাটোরের সিংড়ায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং …