রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জাতীয় / মাধ্যমিকে বড় পদোন্নতি, প্রধান শিক্ষক হলেন দুই শতাধিক

মাধ্যমিকে বড় পদোন্নতি, প্রধান শিক্ষক হলেন দুই শতাধিক

নিউজ ডেস্ক:

দেশের মাধ্যমিক শিক্ষায় বড় ধরনের পদোন্নতি দেওয়া হয়েছে। সহকারী প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষিকা এবং সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মিলিয়ে ২৩৩ জন শিক্ষককে পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা ও জেলা শিক্ষা কর্মকর্তা করা হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতি পাওয়া শিক্ষক ও কর্মকর্তারা এখন জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেডে উন্নীত হলেন। এত দিন তাঁরা নবম গ্রেডে ছিলেন।

পুরোনো ও নতুন মিলিয়ে সারা দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে পৌনে সাত শর মতো। পদোন্নতির জটিলতার কারণে পুরোনো বিদ্যালয়গুলোর মধ্যে অনেকগুলো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছিল। নতুন পদোন্নতির ফলে এই জটিলতা কমে যাবে।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …